শিল্প হিসেবে আবৃত্তি বাংলা ভাষায় যতটা প্রতিষ্ঠিত অন্য কোনো ভাষায় ততটা নয়। ফলে আবৃত্তিকে শিল্প হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরার দায় বাংলা ভাষাভাষীদেরই সবচেয়ে বেশি।
আমাদের দেশে আবৃত্তি চর্চা এখনো সে অর্থে প্রাতিষ্ঠানিক হয়ে উঠেনি। এখনো আমাদের দেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে আবৃত্তির স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালু হয়নি। অথচ আবৃত্তি শিল্পের বিকাশের জন্য এর বিকল্পও নেই।
এই অভাববোধ থেকেই মূলত আবৃত্তি বিশ্বজ্ঞানালয় নামের ফেসবুক গ্রুপের যাত্রা। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে আবৃত্তির স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালু হলে আবৃত্তির যে সকল বিষয় শেখানো হবে তার নিরীক্ষা এবং নিরীক্ষা শেষে একটি উপসংহারে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে এই গ্রুপ।
আমাদের এ প্রয়াস যদি বাংলা আবৃত্তি শিল্পের সামান্যতম উপকারে আসে সেই হবে আমাদের পরম সার্থকতা।
মৃন্ময় মিজান
উপাচার্য
আবৃত্তি বিশ্বজ্ঞানালয়
প্রতিদিন বই পড়া অভ্যাস গড়ে উঠুক প্রতিটি আবৃত্তিকারের ।