অনাদৃত কথামালা
- অয়ন আবদুল্লাহ
আযাযিল-
তারও ভেঙেছিলো দিল
স্বর্গের প্রতারণায় যেমন
ভেঙে গেছে কবিতার মাহফিল
করুণার অশ্রুতে তাই
নরকের আগুনে ফোটে ফুল
তারই সুবাস নিতে
প্রেমিকারা এতোটা ব্যাকুল
ক্ষুধার মসনদে বসে
রাষ্ট্র সাম্যের গান গায়
পৃথিবীর বুকের ওপর
বিশ্বাসের সূর্য অস্ত যায়
পরাজিত জুয়ার টেবিলে
বাজি রাখা হয় নতুন আশা
সর্বস্ব বিলিয়ে দিয়ে
কেউ কেউ চায় ভালোবাসা
মন্তব্যসমূহ
কোনো মন্তব্য পাওয়া যায় নি।
মন্তব্য যোগ করুন:
কবিতাটি নিয়ে আপনার মন্তব্য জানান নিচের ফরমটির মাধ্যমে ।