• রবিবার, 8 সেপ্টেম্বর 2024, 06:27 সকাল
logo
Toya

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

কবি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোনো পরিচয়ের অপেক্ষা রাখেন না। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, লেখক, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। “গীতাঞ্জলি” কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি ১৯১৩ সালে সুইডিশ অ্যাকাডেমি কর্তৃক নোবেল পুরস্কারে সম্মানিত হন এবং তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিখ্যাত ‘বিশ্ববিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’ তিনিই স্থাপন করেছিলেন। এই বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র লেখক যার লেখা দুটি রচনা ভারত ও বাংলাদেশ সরকার জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর -কবিতা সমূহ

footer
Top