তুমি যদি আমাকে ভুলে যাও
আমি তোমাকে একটি বিষয়
জানাতে চাই
এটা কেমন তুমি তো জানো :
যদি আমি স্ফটিক চাঁদের দিকে তাকাই
আমার জানালায় শস্নথ শরতের লাল শাখার
দিকে তাকাই
যদি স্পর্শ করি
আগুনের কাছে অস্পর্শ ছাই অথবা
কাষ্ঠের কুঁচকে যাওয়া শরীর; সবকিছুই
আমাকে বহন করে তোমার কাছে নিয়ে যায়,
যেন যা কিছু বিরাজ করে সবই –
সুঘ্রাণ, আলো, ধাতব পদার্থ ছোট নৌকা
পাল তুলে তোমার কিনারে আসে, যা ছিল
আমার অপেক্ষায়।
কিন্তু এখন
একটু একটু করে তুমি ভালোবাসা বন্ধ করেছ,
আমিও একটু একটু করে বন্ধ করব
যদি তুমি হঠাৎ
আমাকে ভুলে যাও
আমাকে খুঁজতে যেও না
কারণ আমি এর মধ্যে তোমাকে ভুলেই গেছি।
(আংশিক)
মন্তব্য যোগ করুন:
কবিতাটি নিয়ে আপনার মন্তব্য জানান নিচের ফরমটির মাধ্যমে ।