আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন তেরোশত নদী
গেয়ে ওঠে আমার সোনার বাংলা,
সহস্র পাখির কণ্ঠে জয় বাংলা ধ্বনিত হতে থাকে;
আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন সাতই মার্চ
জেগে ওঠে,
শেখ মুজিব ঘোষণা করেন স্বাধীনতা।
আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন পর্ণকুটিরে
জ্বলে ওঠে আলোকশিখা,
শহীদজননীর প্রাণ গর্বে ভরে ওঠে, চোখের জল মুছে ফেলে,
তখন বাংলার সবুজ প্রান্তর শস্যে ভরে যায়, পদ্মায় চলে
ইলিশের ঝাঁক,
তখন লক্ষ লক্ষ রক্তগোলাপ ফুটে ওঠে বাগানে, আকাশে হয় নতুন সূর্যোদয়,
হৃদয়ে-হৃদয়ে জেগে ওঠে বাংলাদেশ, আমার সোনার বাংলা।
মোহাম্মদ রফিক
অন্য জন্মে, আমিও কি?
পড়ে ছিল চেরাগির মোড়ে,
ঝোপেঝাড়ে, রাস্তার বাঁ ঢালে;
পাশ কেটে চলে গেছি, তাই
বা অনুহ্য প্রশ্ন, যুগান্তরে;
এমন তো কিছুই ছিল না,
জাঁক করে বলি, বলা যায়;
বাতাসে বারুদ, হাঁসফাঁস,
মর্টারের শেল, অবিশ্রাম;
অন্ধকারে, চাটগাঁ স্টেশন,
ছেঁড়া, একখণ্ড হাত, দে দে;
কে কে, তীক্ষ্ণ বৈদ্যুতিক হা হা,
পাঁজরের, এ-পিঠ ও-পিঠ;
নিস্তব্ধতা, বেয়নেট ফলা,
জলচ্ছল, স্রোতের ধিক্কার;
ভোর হবে, কাকে বা দেখাই,
যে মুখ পুড়েছে অগ্নিদহে!
মন্তব্য যোগ করুন:
কবিতাটি নিয়ে আপনার মন্তব্য জানান নিচের ফরমটির মাধ্যমে ।