• শুক্রবার, 11 অক্টোবর 2024, 05:29 বিকাল
logo

নশ্বর

- সুনীল গঙ্গোপাধ্যায়

কখনো কখনো মনে হয়, নীরা, তুমি আমার
জন্মদিনের চেয়েও দূরে
তুমি ঝরাপাতা অরণ্যে হেঁটে চলো
তোমার মসৃণ পায়ের নিচে পাতা ভাংগার শব্দ
দিগন্তের কাছে মিশে আছে মোষের পিঠের মতন
পাহাড়
জয়ডঙ্কা বাজিয়ে তাঁর আড়ালে ডুবে গেল সূর্য
এসবই আমার জন্মদিনের চেয়েও দূরের মনে হয় ।

কখনো কখনো আকাশের দিকে তাকালে চোখে পড়ে
নক্ষত্রের মৃত্যু
মনের মধ্যে একটা শিহরণ হয়
চোখ নেমে আসে ভূ-প্রকৃতির কাছে ;
সেই সব মূহুর্তে, নীরা, মনে হয়
নইশ্বরতার বিরুদ্ধে একটা যুদ্ধে নেমে পড়ি
তোমার বাদামী মুষ্টিতে গুঁজে দিই স্বর্গের পতাকা
পৃথিবীময় ঘোষণা করে দিই, তোমার চিবুকে
ঐ অলৌকিক আলো
চিরকাল থমকে থাকবে !
তখন বহুদূর পাতা-ঝরা অরণ্যে দেখতে পাই
তোমার রহস্যময় হাসি-
তুমি জানো, স্বন্ধেবেলার আকাশে খেলা করে সাদা পায়রা
তারাও অন্ধকারে মুছে যায়, যেমন চোখের জ্যোতি-এবং পৃথিবীতে
এত দুঃখ
মানুষের দুঃখই শুধু তাঁর জন্মকালও ছাড়িয়ে যায় ।



মন্তব্য যোগ করুন:

কবিতাটি নিয়ে আপনার মন্তব্য জানান নিচের ফরমটির মাধ্যমে ।



মন্তব্যসমূহ

rgh 18 December 2023, 11:31 PM

good

footer
Top