• রবিবার, 31 আগস্ট 2025, 06:18 সকাল
logo

আমার পূর্ব–বাংলা

- সৈয়দ আলী আহসান

আমার পূর্ব–বাংলা একগুচ্ছ স্নিগ্ধ
অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়
একটি প্রগাঢ় নিকুঞ্জ
সন্ধ্যার উন্মেষের মতো
সরোবরে অতলের মতো
কালো–কেশ মেঘের সঞ্চয়ের মতো
বিমুগ্ধ বেদনার শান্তি
আমার পূর্ব–বাংলা বর্ষার অন্ধকারে
অনুরাগ
হৃদয় ছুঁয়ে–যাওয়া
সিক্ত নীলাম্বরী
নিকুঞ্জের তমাল কনক–লতায় ঘেরা
কবরী এলো করে আকাশ দেখার
মুহূর্ত
অশেষ অনুভূতি নিয়ে
পুলকিত সচ্ছলতা
এক সময় সূর্যকে ঢেকে
অনেক মেঘের পালক
রাশি রাশি ধান মাটি আর পানির
কেমন নিশ্চেতন করা গন্ধ
কত দশা বিরহিণীর—এক দুই তিন
দশটি
এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল
ঘর আর বিদেশ আঙিনা
আকুলতায় একাকার
অভিসার
তিনটি ফুল আর অনেক পাতা নিয়ে
কদম্ব তরুর একটি শাখা মাটি
ছুঁয়েছে
আরও অনেক গাছ পাতা লতা
নীল হলুদ বেগুনী অথবা সাদা
অজস্র ফুলের বন্য অফুরন্ত
ঘুমের অলসতায় চোখ বুজে আসার মতো
শান্তি
কাকের চোখের মতো কালোচুল
এলিয়ে
পানিতে পা ডুবিয়ে—রাঙা–উৎপল
যা’র উপমা
হৃদয় ছুঁয়ে–যাওয়া সিক্ত নীলাম্বরীতে
দেহ ঘিরে
যে দেহের উপমা স্নিগ্ধ তমাল—
তুমি আমার পূর্ব–বাংলা
পুলকিত সচ্ছলতায় প্রগাঢ় নিকুঞ্জ।।



মন্তব্য যোগ করুন:

কবিতাটি নিয়ে আপনার মন্তব্য জানান নিচের ফরমটির মাধ্যমে ।



মন্তব্যসমূহ

কোনো মন্তব্য পাওয়া যায় নি।
footer
Top